Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০২৪

তথ্যাদি

প্রধান প্রসিকিউটরের অফিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের একটি স্বাধীন সংস্থা। এটি ট্রাইব্যুনালের আওতাধীন পরিস্থিতি পর্যালোচনা করার দায়িত্ব পালন করে, যেখানে নিম্নলিখিত অপরাধগুলো ঘটেছে বলে ধারণা করা হয়:

(ক) মানবতাবিরোধী অপরাধ: যেমন হত্যা, নিশ্চিহ্নকরণ, দাসত্ব, নির্বাসন, কারাদণ্ড, অপহরণ, আটকে রাখা, নির্যাতন, ধর্ষণ বা অন্যান্য অমানবিক কার্যকলাপ যা কোনো বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত হয় বা রাজনৈতিক, বর্ণগত, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নির্যাতন করা হয়, তা সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইনের লঙ্ঘন হোক বা না হোক;

(খ) শান্তির বিরুদ্ধে অপরাধ: যেমন আগ্রাসনের যুদ্ধ বা আন্তর্জাতিক চুক্তি, সমঝোতা বা প্রতিশ্রুতির লঙ্ঘন করে যুদ্ধ পরিকল্পনা, প্রস্তুতি, শুরু করা বা পরিচালনা করা;

(গ) গণহত্যা: কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে করা অপরাধ, যেমন:

  • গোষ্ঠীর সদস্যদের হত্যা করা;
  • গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা;
  • গোষ্ঠীর জীবনযাত্রার এমন পরিস্থিতি সৃষ্টি করা যা তাদের সম্পূর্ণ বা আংশিক ধ্বংস নিশ্চিত করতে পারে;
  • গোষ্ঠীর মধ্যে জন্ম রোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা;
  • গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে জোরপূর্বক স্থানান্তর করা;

(ঘ) যুদ্ধ অপরাধ: যুদ্ধের নিয়ম বা রীতিনীতির লঙ্ঘন, যেমন বাংলাদেশের ভূখণ্ডে বেসামরিক জনগণের হত্যাকাণ্ড, নির্যাতন বা দাস শ্রমে নির্বাসন, যুদ্ধবন্দী বা সাগরের লোকদের হত্যা বা নির্যাতন, বন্দীদের হত্যা, জনসাধারণ বা ব্যক্তিগত সম্পদের লুণ্ঠন, সামরিক প্রয়োজন ছাড়া শহর, নগর বা গ্রামের অকারণ ধ্বংস;

(ঙ) ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের অধীনে সশস্ত্র সংঘাতে প্রযোজ্য কোনো মানবিক নিয়মের লঙ্ঘন;

(চ) আন্তর্জাতিক আইনের অধীনে অন্য কোনো অপরাধ;

(ছ) যেকোনো অপরাধ সংঘটিত করার প্রচেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র;

(জ) এই অপরাধগুলো সংঘটনে জড়িত থাকা বা প্রতিরোধ করতে ব্যর্থ হওয়া;

প্রধান প্রসিকিউটরের অফিস এই ধরনের অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং মামলা পরিচালনা করে। অফিসে প্রায় ১০০ জন নিবেদিত কর্মী রয়েছে, যাদের মধ্যে আছেন আইনজীবী, তদন্তকারী ও বিশ্লেষক, মনোসামাজিক বিশেষজ্ঞ, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, জনসংযোগ ও যোগাযোগ বিশেষজ্ঞ, এবং আরও অনেকে।

৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে, জনাব মো. তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং অ্যাটর্নি জেনারেলের মর্যাদা লাভ করেন।